নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২৫শে এপ্রিল :: দুর্গাপুর কোকওভেন থানার পুলিসি হেফাজতে থাকা দু’জন দুষ্কৃতীকে সোমবার দুপুরে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম কৃষ্ণা নুনিয়া ও পবন নুনিয়া। তারা চিনাকু্ড়ি এলাকার বাসিন্দা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই থানা এলাকার পিসিবিএল কারখানা চত্বরে বৃহস্পতিবার রাতে চারজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলো। তাদের মধ্যে কৃষ্ণা নুনিয়া ও পবন নুনিয়া সহ আরও দুজন দুষ্কৃতী ছিলো। তাদের নাম পদ্মান চৌধুরী ও রকি নুনিয়া। তারাও চিনাকুড়ি এলাকার বাসিন্দা। তাদের কথায় অসঙ্গতি থাকায় পুলিস তাদের গ্রেপ্তার করে।
শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। ওই দিন আদালতের বিচারক পদ্মান চৌধুরী ও রকি নুনিয়া’কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আর বাকি কৃষ্ণা নুনিয়া ও পবন নুনিয়া কে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তাদের হেফাজতে নিয়ে ১৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এদিন ওই দু’জনকে ফের পুলিসি হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আদালতে পেশ করে ।