বিনা লাইসেন্সে ওষুধের দোকান চালানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২৫শে এপ্রিল :: বিনা লাইসেন্সে ওষুধের দোকান চালানোর অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো পুলিশ। দুর্গাপুরের বি-জোনের জে এম সেনগুপ্ত রোডে অবস্থিত ওই দোকানের মালিক জয়ব্রত দত্তকে গ্রেফতার করে পুলিশ ।

ওই এলাকায় অবস্থিত ওষুধের দোকানটিতে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে দুর্গাপুর থানার পুলিশকে সাথে নিয়ে ওই দোকানে হানা দেন আধিকারিকরা।

পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগের সিনিয়র ইনস্পেক্টর জয়দেব ভট্টাচার্য্য জানান ওষুধের ওই দোকানটির লাইসেন্স ছিল জয়ব্রতবাবুর মায়ের নামে। ২০২২ সালে ওনার মা মারা যান। তারপর থেকেই বিনা লাইসেন্সে দোকানটি চালাচ্ছিলেন জয়ব্রতবাবু। আইনত এটি অপরাধ তাই জয়ব্রতবাবুকে গ্রেফতার করা হল ।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে জয়ব্রত দত্ত বলেন, মা মারা যাওয়ার পরেই নাম পরিবর্তনের জন্য দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেছি, কিন্তু ডিএসপি কর্তৃপক্ষ নাম পরিবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়ে নিয়েছে। বিষয়টি তিনি অফিসারদের জানালেও তারা তা মানতে চাননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =