শিক্ষিকারা অনিয়মিত স্কুলে আসেন অভিযোগ তুলে বাঁকুড়ার শুনুকপাহাড়ি গার্লস হাই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২৫শে এপ্রিল :: শিক্ষিকারা অনিয়মিত স্কুলে আসেন অভিযোগ তুলে বাঁকুড়ার শুনুকপাহাড়ি গার্লস হাই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, ২০০৮ সালে প্রতিষ্ঠিত শুনুকপাহাড়ি গার্লস হাই স্কুলে ৯০ জন ছাত্রী পড়াশুনা করে। স্থায়ী শিক্ষিকার সংখ্যা ৫ জন। এছাড়াও স্থানীয় ক্লাবের পক্ষ থেকে বেতনের ব্যবস্থা করে আরো ৪ জন অস্থায়ী শিক্ষিকার ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের শিক্ষিকাদের মধ্যে ‘গোষ্ঠীদ্বন্দে’র কারণে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে।

শিক্ষিকাদের একাংশ নির্দিষ্ট সময়ের পরে স্কুলে আসছেন, আবার নির্দিষ্ট সময়ের আগে বেরিয়েও যাচ্ছেন। বর্তমান সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার হাতে স্কুলের ‘রাশ’ নেই বলেও তারা অভিযোগ করেন।

শুনুকপাহাড়ি গার্লস হাই স্কুলের ভূগোল বিভাগের শিক্ষিকা নিবেদিতা চক্রবর্ত্তী গ্রামবাসীদের সহযোগীতার কথা স্বীকার করে বলেন, স্কুল শুরুর দিন থেকে তিনি এই স্কুলে কর্মরত। এধরণের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি কোন দিন হতে হয়নি। শুধুমাত্র একজন শিক্ষিকার কারণেই তাঁদের সকলের বদনাম হচ্ছে। বিষয়টি তাঁরা বরদাস্ত করছেননা বলে জানান।

অভিযুক্ত শিক্ষিকা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ‘সহকর্মীদের চক্রান্তের শিকার’ বলে দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 3 =