নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২৫শে এপ্রিল :: ঠাকুর নগর রেলগেটে পড়ে রয়েছে বৈদ্যুতিক তার। বন্ধ যান চলাচল, বন্ধ ট্রেন চলাচল। জানা গিয়েছে, আজ সকালে একটি ট্রাক গোড়ামোড় থেকে ঠাকুর নগর রেলগেট পেরিয়ে শিলিগুড়ির দিকে আসছিল। সেই সময় ট্রাকের ধাক্কায় ছিঁড়ে পড়ে উপরে থাকা বৈদ্যুতিক তার। দুর্ঘটনা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয় রেলগেট।
ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পড়ে গাড়ি। রেলগেটের দুপাশের প্রায় ১ কিলোমিটারেরও বেশি গাড়ির লম্বা লাইন পড়ে যায়। প্রায় ঘন্টাখানেক থেকে আটকে পড়েছেন যাত্রীরা। কেউ আধ ঘন্টা, কেউ একঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে আটকে পড়েছেন।
যদিও রেললাইনের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে রেলকর্মী এবং আরপিএফ । ঘটনাস্থলে পৌছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশও। পরে তার মেরামতির কাজ শুরু হয় দ্রুততার সঙ্গে। এদিকে গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও ট্রাক চালক ও খালাসি পলাতক।