জাতিসংসাপত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: ২৬শে,এপ্রিল :: জাতিসংসাপত্রের আন্দোলন করতে গিয়ে মৃত্যু হল ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকে। জানা গিয়েছে মঙ্গলবার এস. টি জাতি শংসাপত্রে ভূমিজ সম্প্রদায়ের মানুষদের অন্তর্ভুক্তিকরণের দাবিতে শেথর কলোনি গ্রামের ভূমিজ সম্প্রদায়ের মানুষেরা ব্লকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

শিরসি মাদ্রাসা থেকে এই পদযাত্রা শুরু হয় যা গোয়ালপোখর ২ ব্লকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে সেথর গ্রামের ৬৫ বছর বয়সি সুরেন রায় মিছিলের সথে হাঁটার সময় জ্ঞান হারিয়ে ফেলে, চাকুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্টার ব্যাক্তিকে মৃত বলে ঘোষণা করে বলে জানিয়েছেন আত্মীয়রা।

গোয়ালপোখর ২ ব্লকের বি ডি ওর সাথে কথা বলার পর আন্দোলনকারীরা জানিয়েছেন বি ডি ও তাদের আশ্বাস দিয়েছে যে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =