ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ এবং ভারতের বাম আন্দোলন

ব্যুরো নিউজ  :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে বামপন্থীদের ভূমিকা বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতার পক্ষেই থেকেছে চিরকাল। দেশভাগ পরবর্তী সময়ে মূলতঃ হিন্দু উদবাস্তুদের যে স্রোত এসে পৌছয় পশ্চিম বাংলায়, তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং হিন্দু মহাসভার সঙ্কীর্ণ রাজনীতির পক্ষে এক উর্বর জমি তৈরি করেছিল। কিন্তু বামপন্থীদের উদ্যোগেই সেই জনগোষ্ঠীকে শ্রেণী আন্দোলনের পথে পরিচালিত করা সম্ভব হয়, যার ফলশ্রুতিতে উদবাস্তু আন্দোলন এক ঐতিহাসিক মর্যাদা লাভ করে।

১৯৭১ এ পশ্চিম পাকিস্থানের সামরিক শাসকদের তরফে তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে অকথ্য অত্যাচার শুরু করা হয়, সেই সময়েও উদবাস্তুদের পক্ষ নিয়ে, নৃপেন চক্রবর্তী ও জ্যোতি বসুর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কাছে সবার আগে বামপন্থীরাই আন্তর্জাতিক সীমানা খুলে দিয়ে উদবাস্তু শিবির নির্মাণের দাবি তোলে।

মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়ে সিপিআইএমের তরফে চিকিৎসকদের দল অবধি পাঠানো হয় বাংলাদেশে। আশির দশকের মধ্যভাগে শাহ বানো মামলা এবং সেই মামলার রায় কে এক প্রকার নাকচ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের বিতর্কিত আইন প্রণয়নের প্রেক্ষিতে তৈরি হওয়া সাম্প্রদায়িক মেরুকরণের বিরোধিতায় কোনো স্বল্পমেয়াদী রাজনৈতিক ফায়দার কথা না ভেবেই স্পষ্ট অবস্থান গ্রহণ করে বামপন্থীরা।

ত্রিপুরায় আদিবাসীদের রাজনৈতিক সামাজিক দাবিকে স্বীকৃতি দেওয়া হোক, দেশ জুড়ে আদিবাসীদের জল-জঙ্গল-জমির বুনিয়াদি দাবির পক্ষে কেন্দ্রীয় স্তরে আইন পাশ করানো হ’ক, বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী সময়ে রাস্তায় নেমে জাতিদাঙ্গা প্রতিরোধের ক্ষেত্রে হোক বা এই সময়কালের এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন হোক, দিল্লীর দাঙ্গা বা বিলকিস বানোর গণধর্ষন মামলায় অপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমাপ্রদর্শনের বিরোধীতা হোক, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে বামপন্থীদের দৃঢ় অবস্থান থেকেছে স্বাধীন ভারতে।

মূলতঃ বৃহৎ বুর্জোয়া- ভূস্বামীদের দ্বারা প্রণীত ভারতের সংবিধানের প্রতিটি প্রগতিশীল অংশের রক্ষার লড়াইয়ে বামপন্থীরাই এ দেশে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, যেখানে বৃহৎ বুর্জোয়া ক্ষয়িষ্ণু সামন্তবাদের সাথে গাঁটছড়া বেঁধে প্রতিক্রিয়ার আক্রমণ হেনেছে সংবিধানের উপর। অতি সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে যে উন্মাদনার সৃষ্টির চেষ্টা চালাচ্ছে সঙ্ঘ পরিবার, তার বিরুদ্ধেও ১৯৯১ সালের উপাসনার স্থানসমূহ সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগের দাবি রেখে বারাণসী জেলা আদালতের রায়ের স্পষ্ট বিরোধিতা করেছে বামপন্থীরা। বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বামপন্থীদের ট্র্যাক রেকর্ড আজও অমলিন রয়ে গেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =