রেশন দোকানে মাল না দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগেই উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের পেদি পাড়া এলাকায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলাকোবা, জলপাইগুড়ি :: ২৯শে এপ্রিল :: রেশন দোকানে মাল না দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগেই উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের পেদি পাড়া এলাকায়। যদিও পরবর্তীতে রেশন ডিলারকে এসে চাল দিতে দেখা যায় গ্রামবাসিদের। তবে যে রেশন দুর্নীতি হয়েছে সেই কথা কার্যত স্বীকার করে নিয়েছে সংশ্লিষ্ট রেশন ডিলার থানেশ্বর দাস।

এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বেশ কয়েক জনের দুই অথবা তিন মাসের রেশন বাকি রেখে দিয়েছে, অথচ সেই রেশন দেওয়ার কোনো নামগন্ধ নেই ডিলারের। অভিযোগ, বারবার ডিলারকে জানিয়েও কোনো লাভ হয় নি। এমনকি এই মাসের রেশনের চালও বাকি রয়েছে।

তাই ক্ষোভে ফেটে পরে আজকে ডিলারের দোকান থেকে জোর জবরদস্তি গাড়ি করে রেশনের চাল তুলে নিয়ে আসে গ্রামবাসিরা। এরপরই গ্রামবাসিদের রোষে পড়ে বাধ্য হয়ে এই মাসের রেশন সামগ্রী গ্রামবাসিদের হাতে তুলে দিতে হয় রেশন ডিলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =