নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: ৩০শে এপ্রিল :: ওবিসিদের জাতি ভিত্তিক জনগণনার সহ একাধিক দাবিতে রাষ্ট্রীয় পিছড়া বর্গ (ওবিসি) মোর্চার ডাকা ভারত বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ার জঙ্গল মহলে। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় সাধারণ মানুষ।
এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় না নামলেও দুর্গাপুর ও বিষ্ণুপুরগামী একাধিক বাস চলাচল করছে বলে জানা গেছে। তবে সমস্যা বেশী জঙ্গল মহল এলাকার মানুষের।
সম্পূর্ণ রেল পরিষেবা বিহীন তালডাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা, রানীবাঁধ, ঝিলিমিলি, খাতড়া সহ এই এলাকার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় তাঁদের দূর্ভোগ বেড়েই চলেছে।