সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গর :: ৩০শে এপ্রিল :: ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির রাজনৈতিক সভার মঞ্চ বাঁধাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধ। ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভাঙড়ের জাগুলগাছি এলাকায় রাজনৈতিক সভা করার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির।
সভার জন্য নির্ধারিত জায়গায় মঞ্চ বাঁধতে গেলে তৃণমূল কংগ্রেস সেই মঞ্চ ভেঙে দেয় বলে আইএসএফের কর্মীদের অভিযোগ।এমনকি আইএসএফ কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলেও দাবি তাঁদের। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার জন্য আইএফএস এসব করছে। কোনও কর্মীকে মারধর করা হয়নি বলে দাবি তৃণমূলের।