নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানিগঞ্জ :: ৩০শে এপ্রিল :: বিজেপি কর্মী রাজেন্দ্র কুমার সাউকে খুনের তদন্তের দাবিতে রানীগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা. ঘটনাস্থলে রানীগঞ্জের বিশাল পুলিশ বাহিনী. পুলিশ প্রশাসন আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়. রানীগঞ্জের শহর সভাপতি দাবি একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে।
কোথাও কোথাও আমাদের কর্মীদের বাড়িতে হুমকি ভাঙচুর চালানো হচ্ছে. কিন্তু প্রশাসন এ রাজ্যের আইন সব দিক থেকে ফেল। আমাদের দাবি অবিলম্বে তদন্ত দ্রুত করতে হবে এবং যে খুন করেছে তাকে গ্রেফতার করতে হবে। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি যদি দোষী গ্রেফতার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
শুধু পশ্চিম বর্ধমান এই নয় রাজ্যে বিভিন্ন জায়গায় এই সরকারের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা খুন একের পর এক মিথ্যে কেস দিয়ে বিজেপি কর্মীদের দাবিয়ে রাখতে চাইছে। কিন্তু আমরাও চোখে চোখ রেখে কথা বলতে চাই। এই সরকার যতই আমাদের দমিয়ে রাখার চেষ্টা করুক আমরা বিজেপি কর্মীরা, এক পা পিছু হাটবো না।গণতন্ত্রের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব।