নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১লা,মে :: শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে, ১০০ দিনের কাজের টাকার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে সোমবার পয়লা মে বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফ থেকে এক মহামিছিলের আয়োজন করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডা: রানা চট্টোপাধ্যায়, ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের মিছিলে স্লোগান দেয়া হয় শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে শ্রমিকরা আজকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এই নিয়ে হাওড়া ময়দান থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত মিছিল হয়। কয়েক হাজার তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মী এই মিছিলে অংশ নেন।