ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো বিধায়ক

স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: ২রা,মে :: রবিবার জয়নগরের শাহজাদপুর অঞ্চলের বাগমারি ও বাইশহাটা গ্রামে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি । বাড়ির ছাউনি চাপা পড়ে আহত হয় এক কিশোরও ।কালবৈশাখীর ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়ে পড়ে বেশ কয়েকটি পরিবার ।

এই অসহায় পরিবার গুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো বিধায়ক বিশ্বনাথ দাস । তাঁর উদ্যোগে পর্যাপ্ত খাদ্য , ত্রিপল , জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় ওই পরিবার গুলোর হাতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =