সত্যজিৎ রায়ের জন্ম দিবসে সংবাদ প্রবাহের শ্রদ্ধার্ঘ্য নিবেদন

সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ২রা,মে :: যে হাতে বানালেন মগজাস্ত্রের কারখানা ফেলুদাকে সেই হাতই তৈরি করলেন প্রফেসর শঙ্কুর মত বিজ্ঞানীকে, তিনিই আবার রচনা করলেন হীরক রাজার দেশে । কখনও পথের পাঁচালীর অপু দূর্গার সঙ্গে রেললাইন ধরে ছুটে গিয়েছে বাঙালি মন , আবার কখনও শাড়ি আর টিপ পরে নিজেকে চারুলতা ভাবতে চেয়েছে বাঙালি নারী ।

যে বাঙালির ঘরে ঘরে সবসময়ই তাঁকে নিয়ে চর্চা, সেই চলচ্চিত্র পরিচালক, প্রযােজক, চিত্রনাট্যকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, লিপি- কলাবিদ, অঙ্কনশিল্পী এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মদিন । হ্যাঁ , সত্যজিৎ রায় এক অধ্যায় যার শুরু আছে কিন্তু শেষ নেই।

আট থেকে আশি সকলের জন্য রসদ রয়েছে তাঁর সম্ভারে । আর তার সাথে অস্কার, দাদাসাহেব ফালকে, ভারতরত্ন পুরস্কার সবই আছে তাঁর ঝুলিতে । মঙ্গলবার তাঁর জন্ম দিবসে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় । শ্রদ্ধার্ঘ নিবেদন করেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব । মেয়র ছাড়াও দিনেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =