নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৩,মে :: রক্ষণাবেক্ষণের অভাবে অবশেষে ভেঙে পড়লো প্রায় তিন দশকের পুরনো যাত্রী প্রতীক্ষালয়। মঙ্গলবার রাতে হাওড়ার আন্দুল রোডে ভেঙে পড়ে ওই যাত্রী প্রতীক্ষালয়টি। যদিও ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় ফুচকা বিক্রেতা এক মহিলা এবং উপস্থিত ক্রেতারা সকলেই প্রাণে বেঁচে যান।
তবে শেডের তলায় আটকে যায় ভ্যান সহ দুটি গাড়ি। জানা গেছে, যেদিন থেকে এই আন্দুল রোডে সিটিসি বাস চালু হয়েছিল ঠিক তারপরেই তৈরি হয়েছিল প্রায় ৩০ বছরের যাত্রী প্রতীক্ষালয়টি। সেটিই এদিন ভেঙে পড়ে। অভিযোগ, আন্দুল বাসস্ট্যান্ডে শেড তৈরি থাকলেও রক্ষণাবেক্ষণ হয়নি। হাওড়ার আন্দুলেরই বিধান স্মৃতি সংঘের উদ্যোগে তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয়টি। তাপপ্রবাহ থেকে সামান্য স্বস্তি পেতে যাত্রীরা এখানে আশ্রয় নিতেন। এদিন সেই প্রতীক্ষালয়টি ভেঙে পড়লো।