আপাতত কেন্দ্রীয় সংস্থা ইডি ও আয়কর দপ্তরের হাত থেকে নিস্তার পেলেন কৃষ্ণ কল্যাণী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: ৪,মে :: আপাতত কেন্দ্রীয় সংস্থা ইডি ও আয়কর দপ্তরের হাত থেকে নিস্তার পেলেন কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িসহ মোট বারোটি স্থানে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা ইডি। সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত তল্লাশি চালিয়ে ইডি যা পেয়েছিল তা আয়কর দপ্তরের সঙ্গে সম্পর্কযুক্ত।

তাই ইডি বিষয়টি আয়কর দপ্তরের হাতে তুলে দেয়। এরপর আয়কর দপ্তরের অফিসাররা রাতভর তল্লাশী চালিয়ে তেমন কিছু না পাওয়ায় দিল্লি থেকে বিশেষ আধিকারিক কে উড়িয়ে আনা হয়। তিনিও দুপুর আড়াইটা পর্যন্ত তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করার মতন কিছু না পাওয়ায় বেলা আড়াইটা নাগাদ ওই আধিকারিক বেরিয়ে চলে যান।

এরপর কৃষ্ণ কল্যানী তার রয়্যাল এনফিল্ড অফিস থেকে বেরিয়ে আসেন। তার অনুগামীরা জয়ধ্বনি দিতে থাকেন কৃষ্ণ কল্যাণীর। বিধায়ক কৃষ্ণ কল্যানী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে তিনি সাদা মনের মানুষ তার শরীরে কোন কালো দাগ নেই তাই তাকে যেকোনো ওয়াশিং মেশিনে ডুবিয়েও কালো করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + ten =