বাংলার আকাশে দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরের ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মোকা

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: ০৫ মে :: আবারও বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আবারো বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। শনিবার থেকে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের ইতিমধ্যেই নামকরণও হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় মোকা নিয়ে আগেই অশনি সংকেত শুনিয়েছিল আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই আতঙ্কিত হয়ে পড়েছে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দারা। আবারো কি ঘূর্ণিঝড় মোকার কারনে ফের আসবে আমফান, ইয়াসের পুরনো স্মৃতি। এই আশঙ্কার মাঝে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সম্ভবত বাংলায় তেমন প্রভাব ফেলতে পারবে না ‘মোকা’। তা সত্ত্বেও বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি চলছে। বাড়তি সতর্কতা নিয়েছে সেচ ও কৃষি দপ্তর।

আর শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে ঘনীভূত হওয়া নিম্নচাপটি মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =