নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ০৬,মে :: হাওড়ার শিবপুর আইআইইএসটি’তে পড়ে থাকা বর্জ্যে শুক্রবার বিকেলে আগুন লাগে। দমকল সূত্রের খবর এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ তারা ওই অগ্নিকাণ্ডের খবর পান। এরপর একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বিকেল পৌনে পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। শিবপুর আইআইইএসটি’র মূল ভবনের পিছনের দিকে পড়ে থাকা বর্জ্যে আগুন লাগে।
তবে, আগুন বিল্ডিংয়ের কোথাও ছড়িয়ে পড়েনি। কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইআইইএসটি সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ। এখানে ৮তলা মেন বিল্ডিংয়ের পিছনে একটি জঞ্জাল ফেলার জায়গায় এদিন আগুন লাগে। সেখানে থার্মোকল পড়ে ছিল।
এদিন সেখানে কোনও কারণে হঠাৎই আগুন লেগে যায়। আগুন দেখে সেখানে কর্তব্যরত কর্মীরা ছুটে এসে আগুন জল দিতে থাকেন। তাঁরাই খবর দেন দমকলকে। দমকল সূত্রে জানা গেছে বিকেল পৌনে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।