গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য ‘ডলফিন মিত্র’ নামে একটি প্রকল্প চালু হতে চলেছে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ০৭,মে :: গাঙ্গেয় ডলফিন সংরক্ষণের জন্য ‘ডলফিন মিত্র’ নামে একটি প্রকল্প চালু হতে চলেছে । আগামী বছর থেকেই গাঙ্গেয় ডলফিন ও অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হতে চলেছে। নটি জেলার বনবিভাগ অধিকারিকদের নিয়ে এই বিষয়ে বৈঠকের আয়োজন করা হয় বর্ধমান বিশ্ব বিদ্যালয়ে ।

বৈঠকে উপস্থিত ছিলেন বনদফতরের প্রধান সৌমিত্র দাশগুপ্ত সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নাদিয়া জেলার বন আধিকারিকরা ।

মূলত গঙ্গা তীরবর্তী অঞ্চলে ডলফিন ও অন্যান্য জলজ প্রাণী যেমন ঘরিয়াল, ভোঁদরের মতো লুপ্তপ্রায় প্রাণী , যারা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সংরক্ষণ করার জন্যই বিশেষত এই উদ্যোগ নেওয়া হচ্ছে । ডলফিন সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ ও মৎসজীবীদেরও এই কাজে লাগানো হবে। তাদের প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে এই কাজ করা হবে। পাশপাশি নিয়ম করে ডলফিন গণনা ও গঙ্গার জল পরিষ্কার রাখার উদ্যোগও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =