নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: ০৭,মে :: প্রশাসনের একাধিকবার সচেতনতার পরেও হুশ ফিরছে না বাইক চালকদের। বাইক চালানোর সময় হেলমেট না পরার জেরে প্রাণ হারাতে হলো। দুর্ঘটনায় মৃত্যু হলো নাবালক বাইক আরোহীর। বসিরহাটের স্বরূপনগর থানার স্বরূপনগর-হাকিমপুর রোডের নির্মাণের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘরিয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা মন্ডল (১৭) রবিবার দুপুর ১২.৩০ নাগাদ বাইকে করে বাড়ি থেকে আত্মীয়র বাড়ি বিথারীর উদ্দেশ্যে বাইকে রওনা দিয়েছিল। বাইক চালালেও তার মাথায় ছিল না হেলমেট। সেই সময় নির্মাণ এলাকা আসতেই উল্টো দিক থেকে একটি চারচাকা প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের বয়স ১৭, এখন প্রশ্ন উঠছে নাবালক হওয়া সত্ত্বেও কিভাবে সে বিনা লাইসেন্সে গাড়ি চালাচ্ছিল? পাশাপাশি মাথায় ছিল না হেলমেট। যার জেরেই এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।
দুর্ঘটনার পরে চারচাকা প্রাইভেট গাড়ির চালক পালিয়ে যায়। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে স্বরূপনগর থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।