নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ০৮,মে :: তোলাবাজি নিয়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে মুখ খোলায় খুন হতে হয়েছিল মাছ ব্যবসায়ী পরিতোষ দে’ ওরফে আকালকে। সেই নৃশংস খুনের ১১ বছর পরেও তাঁর মৃত্যুকে স্মরণ করে অলিখিত বনধ পালন ব্যবসায়ীদের। বালুরঘাট তহ বাজারে এদিন ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে এনিয়ে একটি স্মরণ সভারও আয়োজন করা হয়েছিল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা সহ অনান্যরা । হরেরাম সাহা জানিয়েছেন, এক সময় ব্যবসায়ীরা বাড়ি থেকে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তা তৈরী হয়েছিল । যার প্রতিবাদেই সরব হয়েছিলেন পরিতোষ দে । কিন্তু দুস্কৃতিদের গুলিতে খুন হতে হয়েছিল তাঁকে ।
তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই স্মরণ সভা । প্রতিবছর তাঁর মূর্তিতে মাল্য দান করে স্মরণ সভার আয়োজন হয় । সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন ব্যবসায়ীরা । এদিন স্মরণ সভার মাধ্যমে তাঁর মুর্তিতে মাল্য দান করেন ব্যবসায়ীরা ।