নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: ১০,মে :: ধর্মতলায় রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন। ঘরোয়া পোশাকেই রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল। খবর পেয়ে এলাকায় তড়িঘড়ি ছুটে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু ও । রাজ্যপালের পাশাপাশি তিনিও দাঁড়িয়ে থেকে তদারকি করেন। এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন চেষ্টা একযোগে চেষ্টা চালায় আগুন নিয়ন্ত্রণে আনতে । আনা হয় স্কাই ল্যাডার । ইতিমধ্যেই ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, শরাফ হাউসে সেন্ট্রাল ব্যাঙ্কের দফতর রয়েছে। তার উপরে ছিল রান্নাঘর। সেখান গ্যাস সিলিন্ডার লিক থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, মিনিট পনেরোর মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। একের পর এক এসি মেশিন ফাটতে শুরু করে । আগুন এত ভয়াবহ আকার ধারণ করে যে ছাদের বেশ কিছু অংশ খসে পড়তে শুরু করে। এই অগ্নিকাণ্ডের ফলে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।