নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: ১১,মে :: ব্যান্ডেল স্টেশনকে আন্তর্জাতিক মানের তৈরি করা হবে বলে ঘোষণা করেছে রেল মন্ত্রক। সেইমত শুরু হয়েছে কাজ। ইতিমধ্যে প্লাটফর্মে বসেছে দু’টি চলমান সিঁড়ি। চলছে অন্যান্য কাজ। এবারে জিটি রোড ধরে স্টেশনে ঢোকার মুখে সাবওয়ের নীচে জল সমস্যা মেটাতে উদ্যোগী হল রেল কর্তৃপক্ষ।
যার জন্য রেলওয়েকে হুগলি-চুঁচুড়া পুরসভার দ্বারস্থ হতে হল। বুধবার পুরসভা কর্তৃপক্ষের সাথে এই নিয়েই বৈঠকে বসেন রেলের কারিগরী বিভাগের আধিকারিকরা। পুরসভার সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে রেলের আধিকারিকরা ব্যান্ডেল মোড় থেকে ব্যান্ডেল চার্চ লাগোয়া রসভরা খাল পুরোদমে পরিষ্কার করার আবেদন জানান পুর কর্তৃপক্ষকে। সেক্ষেত্রে রেলকেও পাশে থাকার পাল্টা আবেদন করে পুরসভাও।
পুরপ্রধান অমিত রায় বলেন, “ওই খাল নিয়মমাফিক সাফাই কর্মীরা পরিষ্কার করেন। কিন্তু রেলের আবেদন অনুযায়ী কাজের জন্য আধুনিক যন্ত্রের প্রয়োজন। যা ব্যায়বহুল। সেক্ষেত্রে তাই রেলকেও এগিয়ে আসতে বলা হয়েছে।”