নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ১১,মে :: আসানসোলের কন্যাপুরে সমষ্টি ভূমি রাজস্ব দপ্তরের অফিসে মিউটেশন সহ বিভিন্ন কাজে আসা মানুষদের কাজ হচ্ছে না।এই অভিযোগ তুলে সমষ্টি ভূমি রাজস্ব দপ্তরের অফিসে ক্ষোভ প্রকাশ করলেন বিভিন্ন কাজে আসা গ্রাহকরা।
 এদিন মানুষেরা বলেন জমির মিউটেশন কাজ হচ্ছে না।এমনকি জমির মিস কেসের কাজ গুলো হচ্ছে না।এরফলে মানুষেরা চরম সমস্যায় পড়েছেন।যদিও সমষ্টি ভূমি রাজস্ব দপ্তরের অফিসের তরফে জানানো হয়েছে অফলাইনের কাজ গুলোতে সমস্যা হচ্ছে তবে খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে।
এদিন মানুষেরা বলেন জমির মিউটেশন কাজ হচ্ছে না।এমনকি জমির মিস কেসের কাজ গুলো হচ্ছে না।এরফলে মানুষেরা চরম সমস্যায় পড়েছেন।যদিও সমষ্টি ভূমি রাজস্ব দপ্তরের অফিসের তরফে জানানো হয়েছে অফলাইনের কাজ গুলোতে সমস্যা হচ্ছে তবে খুব শীঘ্রই এর সমাধান হয়ে যাবে।

