নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভদ্রেশ্বর :: ১২,মে :: হুগলির ভদ্রেশ্বর থানার ও ভদ্রেশ্বর পৌরসভার এলাকার ২-নম্বর ওয়ার্ডের ভমরদীঘিতে খালের ধারে শুক্রবার ভীষণ আওয়াজে বিস্ফোরণে কেপে উঠল এলাকা ।বেশ কিছু জায়গাতে ফাটল দেখা যায়।এই বিস্ফোরণের মোট তিনজন আহত হয়েছেন। তাদের চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
 আহতেরা সাফাই কর্মী।ঘটনাস্থলে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ ও রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ভদ্রেশ্বরের ভোমর দীঘিতে একটি খালের ধারে বস্তার মধ্যে এই বিস্ফোরক ছিল।
আহতেরা সাফাই কর্মী।ঘটনাস্থলে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানার পুলিশ ও রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ভদ্রেশ্বরের ভোমর দীঘিতে একটি খালের ধারে বস্তার মধ্যে এই বিস্ফোরক ছিল।
 সাফাই কর্মীরা খাল পরিস্কারের সময় এই বিস্ফোরণ হয়।তাতে জখম হন তিন জনের মত।তবে এই ঘটনা এর আগে কখনও হয় নি।এলাকার বাসিন্দারা আতঙ্কিত
সাফাই কর্মীরা খাল পরিস্কারের সময় এই বিস্ফোরণ হয়।তাতে জখম হন তিন জনের মত।তবে এই ঘটনা এর আগে কখনও হয় নি।এলাকার বাসিন্দারা আতঙ্কিত

