আতঙ্কের প্রহর গুনছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ , জলোচ্ছ্বাস হতে পারে ৮ থেকে ১২ ফুট

জিয়াউর রহমান ভুইয়া (মিলন) :: সংবাদ প্রবাহ :: চট্টগ্রাম(বাংলাদেশ) :: ১৪,মে :: শুনশান সেন্ট মার্টিন দ্বীপ, আতঙ্কের প্রহর গুনছে সেন্ট মার্টিন। বারে বারে ভেসে আসছে মাইকের আওয়াজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট মাইকিং করে সতর্ক করে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের। আতঙ্কে ইতিমধ্যেই দীপ ছেড়ে চলে গেছেন অন্তত তিন হাজার মানুষ।

তবে বেশ কিছু মানুষ এখনো রয়ে গেছেন। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ ধাবিত হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রীতিমতো আতঙ্কের প্রহর গুনছে। আবহাওয়া দপ্তর থেকে আগেই সতর্ক করে দেওয়া হয়েছে এই দ্বীপে সমুদ্রের জলোচ্ছ্বাস ৮ থেকে ১২ ফুট পর্যন্ত উঠতে পারে। তলিয়ে যেতে পারে দ্বীপ ও দ্বীপের বাসিন্দারা। আতঙ্ক ও চিন্তায় রাতে দু চোখের পাতা এক করতে পারছেন না তারা।

প্রসঙ্গত সেন্ট মার্টিন থেকে টেকনাফ পর্যন্ত নৌ চলাচল বন্ধ রয়েছে। যে কারণে অনেকেই দীপ ছেড়ে যেতে পারেননি। বাংলাদেশ প্রশাসন থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মোকার মোকাবিলায় প্রস্তুত রয়েছে উপকূল রক্ষী বাহিনী ও নৌ বাহিনী। বিপর্যয় পরবর্তী উদ্ধার , ত্রাণ সামগ্রী বিলি সহ বিভিন্ন কার্যকলাপ করার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =