নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৪,মে :: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনতার কথা শুনতে ও তাদের কাছে পৌঁছাতে অতীতের কমরেডদের মতো এবার পথে নামতে হবে। তাই আর বিলাসবহুল গাড়ি নয় । গণপরিবহনে নির্ভর করতে হবে। এমনই ভাবনা-চিন্তাতে সিপিআইএম জেলা কমিটির কাছে থাকা ৬টি গাড়ি বিক্রি করা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।
আরো জানা গিয়েছে গাড়ি ছাড়া নেতাদের চলছিলো না । এতেই বর্তমান নেতাদের আবার অভ্যাস খারাপ হচ্ছিল । পাশাপাশি জনগণের থেকে অনেকটা দূরে সরে যাওয়ায় জনগণও দূরে সরে যাচ্ছে তাদের থেকে । এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যে নেতা তথা জেলাপরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, সিপিআইএমের একটি জেলা কমিটির কাছে রয়েছে ৬টি গাড়ি।
যা ভাবা যায়না । ৩৪ বছর রাজ্যত্ব চালানোর পর এদের আবার গাড়ি বিক্রি করে রাজনৈতিক কর্মসূচি নিতে হচ্ছে ? এটা জনগনকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। শুধু মাত্র একটি জেলা কমিটির যা সম্পত্তি রয়েছে তা ওদের কয়েক পুরুষ চলে যাবে।
অন্যদিকে সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন বলেন, বিভিন্ন কারণে গাড়ি গুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনতেই গাড়ি পুরাতন হয়েছে । মেরামতির খরচও বেড়ে যাওয়ায় ব্যয় বহুল হয়ে পরেছে। এতো খরচ বহন করা দলের পক্ষে সম্ভব নয় । তাই জেলা কমিটির পক্ষ থেকে গাড়ি গুলি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।