নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: ১৪,মে :: এটিএম কিয়স্কে টাকা না ভরে কোটি টাকার বেশি আত্মসাৎ করে রেহাই মিলল ন। দিন কয়েক আগেই ধরা পড়েছিল তিনজন। উদ্ধার হয়েছিল ৬০ লক্ষ্ টাকা। এবারে ধরা পড়ল মূল দুই মাথা দীপঙ্কর মোড়ক ও শিব শংকর বসু। পাশাপশি সব মিলিয়ে উদ্ধার হল প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা।
চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে,চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএম এ টাকা ভরে যে এজেন্সি তারা গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্ক গুলোতে যে পরিমান টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি।এজেন্সির হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করতো শ্রীরামপুরের এক যুবক।
বিষয়টি নজরে আসে গত ২ তারিখ।পুলিশ তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে।সেই তিনজন হল সন্তু দত্ত,সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র।এবারে ধরা পড়ল আরও দুজন। পাশাপাশি খোয়া যাওয়া 1 কোটি 29 লাখ টাকার বেশিরভাগ উদ্ধার হল।