ঘূর্ণিঝড় মোকা আমফানের স্মৃতি উসকে দিল, মায়ানমারের সিতওয়ায় শুধুই ধ্বংসলীলার ছবি

জিযাউর রহমান মিলন :: সংবাদ প্রবাহ :: চট্টগ্রাম :: ১৫,মে :: যেদিকে তাকানো যাচ্ছে খালি ধ্বংসের ছবি, ঘূর্ণিঝড় মোকার আঘাতে লন্ডভন্ড মায়ানমারের বিভিন্ন প্রান্ত। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে সি তওয়া । পাশাপাশি বাংলাদেশের কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ টেকনাফও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ঘরবাড়ি গাছ ভেঙে পড়েছে ।

মৌসুম ভবন সূত্রে খবর মিলেছে দুপুর বারোটা থেকে ঘন্টা দুয়েক ভয়ংকর তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের গতিবেগ ছিল ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। এছাড়া ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ গতিবেগ ছিল ২১০ কিলোমিটার। মায়ানমারের সবথেকে ক্ষতিগ্রস্ত সিতওয়া। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

দ্রুত উদ্ধার কার্য শুরু করে উদ্ধার কার্যবাহিনী, তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এই ঘূর্ণিঝড় ২০২০ সালের মে মাসের আমফানের স্মৃতি উসকে দিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =