নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৫,মে :: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। সোমবার বিকেল প্রায় পৌনে চারটে নাগাদ কালো মেঘে এই জেলার আকাশ ঢেকে যায়।
যদিও এদিনের তীব্র ঝড় বৃষ্টির জেরে গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ আর প্যাঁপ্যাঁচে গরম থেকে খানিক স্বস্তি পেয়েছেন বলেই মানুষ জানিয়েছেন। প্রসঙ্গত, গত কয়েক দিনের ধারাবাহিকতা মেনে এদিনও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের উপরেই ছিল, সঙ্গে তীব্র গরম তো ছিলই।