মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে ভক্ত হিসাবে নিজের টাইটেল চেঞ্জ করে ব্যানার্জি টাইটেল রাখলেন প্রধান শিক্ষক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: ১৬,মে :: এত বড় মুখ্যমন্ত্রী ভারত বর্ষ কেন সারা পৃথিবীতে নেই। মমতা ব্যানার্জির কাজে অনুপ্রাণিত হয়ে ভক্ত হিসাবে নিজের টাইটেল চেঞ্জ করে ব্যানার্জি টাইটেল রাখলেন প্রধান শিক্ষক। এর আগেও পাঠ্য পুস্তকে মমতা ব্যানার্জির ছবি ছাপিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। নদীয়ার হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম গিরীন্দ্রনাথ দাস। বর্তমানে তিনি গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সাফ জবাব মুখ্যমন্ত্রী একজন মুনি ঋষি সমতুল্য সেই কারণে ভক্ত হিসেবে তিনি নিজের টাইটেল চেঞ্জ করে ব্যানার্জি টাইটেল রেখেছেন। মাস পাঁচেক আগে ওই বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে নিজের দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির ছবি ছাপিয়েছিলেন।

জানাজানি হতেই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে কয়েকজন ছাত্রছাত্রীকে মারধরের অভিযোগ উঠে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এসে পরবর্তীকালে বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে সেদিনও প্রধান শিক্ষকের জবাব ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। তিনি গোটা রাজ্যটা চালাচ্ছেন। তার অধীনে পুলিশ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছুই চলছে।

রাজ্যের সাধারণ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাহলে কেন মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না পাঠ্যপুস্তকের প্রথমে। তবে এবার আরো একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর ভক্ত হিসেবে নিজের টাইটেল চেঞ্জ করে মমতা ব্যানার্জির টাইটেল রাখলেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =