নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৬,মে :: হাওড়ার আমতা বিধানসভা এলাকার পূর্ব গাজীপুরের একটি গেঞ্জি কারখানার বিষাক্ত জলে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে ফি বছর। এমনই অভিযোগ তুলেছেন সেখানকার গ্রামের কৃষকরা। এমনকি ওই বিষাক্ত জল শবদাহের কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ।
এলাকায় ওই জল থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় অবশেষে মঙ্গলবার সকালে কারখানার গেটের সামনে ধর্না শুরু করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। শুধু তাই নয়, তাঁরা ঘেরাও করে রেখেছেন পুরো কারখানা চত্বর।ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার পূর্ব গাজীপুরে।ঘটনায় তৈরী হয়েছে উত্তেজনা।