বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বন্দে ভারত শ্লিপার ও অফিস যাত্রীদের জন্যে বন্দে-ভারত মেট্রো ট্রেন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২০,মে :: বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার বন্দে ভারত শ্লিপার ও অফিস যাত্রীদের জন্যে বন্দে-ভারত মেট্রো ট্রেন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান ,জুন মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে পৌঁছে যাবে বন্দে-ভারত এক্সপ্রেস।

মোট তিন রকমের বন্দে-ভারত ট্রেন চলবে। ৫০০ কিলমিটার পর্যন্ত দূরত্বে চলবে বন্দে-ভারত।৫০০ কিলোমিটারের বেশি দূরে যে ট্রেন চালানো হবে সেটি বন্দে-ভারত শ্লিপার চলবে । এই ট্রেনটি অত্যন্ত আরামদায়ক হবে । অন্য দিকে ১০০ কিলোমিটার পর্যন্ত অফিস যাত্রীদের জন্য বন্দে ভারত মেট্রো চালু করার চিন্তাভাবনা চলছে।

তিনি আরো জানান , এখন সাত-আট দিনের মধ্যেই চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরিতে একটি বন্দে ভারত ট্রেন তৈরি হচ্ছে। উন্নত মানের প্রযুক্তির জন্যই এটা সম্ভব হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 17 =