পুলিশ ও বিএসএফের যৌথ টহলদারীতে দুই পৃথক সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করা হলো।

নিজস্ব সংবাদদাতা :: হাড়োয়া :: সংবাদ প্রবাহ :: বুধবার ২৪,মে :: পুলিশ ও বিএসএফের যৌথ টহলদারীতে দুই পৃথক সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশীকে গ্রেফতার করা হলো। বসিরহাটের স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল পুলিশ।

সেই সময় বিথারী সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় চারজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের চলাফেরা দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা এদেশে প্রবেশ করেছে। গ্রেফতার করা হয় ঐ চারজন বাংলাদেশীকে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা।

তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি ও মুম্বাইতে কাজের লোভে তারা অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করে। অন্যদিকে স্বরূপনগরেরই হাকিমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশী মহিলাকে আটক করে ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী । তাকেও স্বরুপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত পাঁচ বাংলাদেশীকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + twenty =