স্পর্শ দাস :: রায়দিঘি :: সংবাদ প্রবাহ :: বুধবার ২৪,মে :: আবারও সুন্দরবনের লোকালয়ে কুমির । গোসাবার পর এবার রায়দিঘিতে ১০ ফুট লম্বা কুমির ঢুকে পড়ল গ্রামে। আর এতেই ব্যাপক আতঙ্ক ছড়ালো গোটা এলাকায় । অবশেষে বনকর্মীদের চেষ্টায় কুমিরটি উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস পড়ে আতঙ্কিত গ্রামবাসীদের ।
বুধবার সাত সকালে রায়দিঘির অম্বিকা নগরে কুমিরটি ঢুকে পড়ে। স্থানীয় একটি পুকুরের মধ্যে কুমিরটিকে স্থানীয় মানুষজন দেখতে পায়। এরপর এই খবর চাউর হতে এলাকায় কাতারে কাতারে ভিড় জমান মানুষজন । খবর দেওয়া হয় স্থানীয় বনবিভাগের অফিসে । খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছে কুমিরকে আটক করে বনকর্মীরা ।
তারপর তাকে ছেড়ে দেওয়া হয় পাশের বিশালাক্ষী খালে। মনে করা হচ্ছে সংলগ্ন নদীর খাঁড়ি থেকে কুমিরটি ঢুকে পড়েছিল । উল্লেখ্য রবিবার একটি কুমির সুন্দরবনের গোসাবাতেও ঢুকে পড়ে। তারপর ধরাও পড়ে এবং তাকে জঙ্গলে ছেড়ে দেয় বনকর্মীরা।