নিজস্ব সংবাদদাতা :: বালুরঘাট :: সংবাদ প্রবাহ :: বুধবার ২৪,মে :: মাধ্যমিকের পর ফের উচ্চ মাধ্যমিকে নজর কাড়লো বালুরঘাট শহর। ৪৯৪ নম্বর পেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া মল্লিক। কলাবিভাগের ছাত্রী শ্রেয়া বড় হয়ে ইংরেজিতে উচ্চ শিক্ষিত হতে চায়। বাবা অধীর কুমার মল্লিক আদালতের লক্লার্ক।
রাজ্যের মধ্যে যুগ্ম ভাবে তৃতীয় অনুসূয়া সাহা। বালুরঘাট ললিত মোহন আদৰ্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়ার বাড়ি হিলির বাবুপাড়াতে। অনুসূয়ার বাবা অজয় সাহা ডাক বিভাগে কর্মরত।
মা ইতি সাহা আশাকর্মী।
হিলি থেকেই নিয়মিত বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করত অনুসূয়া সাহা। প্রথম দশের মধ্যে মেধা তালিকায় তৃতীয় হওয়ায় ভীষণ খুশি অনুসূয়া ও তার পরিবার। সংস্কৃতে ১০০ ভূগোলে ৯৮ ইংরেজিতে ৯৯ বাংলাতে ৯৯ ফিলোসফি ৯৮ মোট ৪৯৪ পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।
বড় হয়ে শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেছে অনুসূয়া এবং ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ব্যক্ত করল সাংবাদিকদের সামনে। এর পাশাপাশি ভালো মানুষ হওয়ার কথা বলে অনুসূয়া সাহা।