বাজারে জামাইদের জন্য দরকষাকষি করে সেরা মাছ কেনা শাশুড়িদের দেখা মিলছে না!

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৫,মে :: জামাই ষষ্ঠী, কবজি ডুবিয়ে খানাপিনা করার উত্তম দিন। জামাইষষ্ঠী মানেই মাছের রকমারি পদ। পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, সরষে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের ঝাল, আরো কত কি। তবে গত দুই বছর করোনার কারণে জামাইষষ্ঠীর আনন্দ কিছুটা হলেও মলিন হয়ে গিয়েছিল।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, তাই মাছ ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা আশা রেখেছিলেন এই বছর ভালই তাদের বিক্রি হবে।
শিলিগুড়ির অন্যতম বাজার হলো বিধান মার্কেট, রকমারি মাছ সবজি ফলের ভান্ডার। কিন্তু জামাইষষ্ঠীর দিন সেই অর্থে বাজারে ভিড় নেই। দরদাম করে জামাইদের জন্য সেরা মাছ কিনে নিয়ে যাওয়া শাশুড়িদের অভাব। বাজারের লোকজনের আনাগোনা থাকলেও উপচে পড়া ভিড় নেই।

এই প্রসঙ্গে মাছ বিক্রেতা ফল বিক্রেতারা জানিয়েছেন, ডিজিটাল যুগে জামাইষষ্ঠী পালনের নিয়ম টা কিছুটা হলেও পাল্টেছে। এখন বাড়িতে রান্না করার পরিবর্তে, হোটেল আর রেস্টুরেন্ট থেকে রকমারি খাবার অর্ডার দেওয়াই বেশি স্বাচ্ছন্দ। তার মধ্যে গরম পড়েছে, এইসব কারণে হয়তো বা ফাঁকা বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =