বাঙ্গালীর বারো মাসে ১৩ পার্বণ তাই জষ্টি মাসে জামাই ষষ্ঠী পূজা বাঙ্গালীদের ঘরে ঘরে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৫,মে :: বাঙ্গালীর বারো মাসে ১৩ পার্বণ তাই জষ্টি মাসে জামাই ষষ্ঠী পূজা বাঙ্গালীদের ঘরে ঘরে । জামাই ষষ্ঠী পুজো মানেই জামাইদের শুভকামনা চিরস্থায়ী দীর্ঘ আয়ু । তাই জামাইদেরকে মনে রেখে জামাইষষ্ঠী পুজো করে থাকেন শাশুড়িরা ।

এর পাশাপাশি ছেলে মেয়ে ও পরিবারের মঙ্গল শুভ কামনা করে থাকেন । সকল জামাইরা জামাইষষ্ঠীতে শশুর বাড়ি জামাইষষ্ঠী উপলক্ষে আসেন । এরপর শাশুড়িরা বট গাছে সুতো বেঁধে আম ঘষে জামাইষষ্ঠী বিভিন্ন ফলমূল নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে পুজো করে, এরপর জামাইকে হাতে সুতো বেঁধে আহ্বান করে থাকেন ।

এই জামাইষষ্ঠী উপলক্ষে বিভিন্ন রকমের খাবার বানিয়ে থাকেন সকল শাশুড়িরা এই ভাবেই প্রতিবছরই জামাই ষষ্ঠী পুজোটি উদযাপিত করে থাকেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =