নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বৃহস্পতিবার ২৫,মে :: বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন, তাই জামাইয়ের মঙ্গলকামনাতেও পালিত হয় একটি ষষ্ঠী। প্রথা মেনেই জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে ঘরে ঘরে পালিত হয়ে আসছে জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠী মানেই জামাই আদর।
জামাইরা শ্বশুরবাড়িতে পৌঁছোলে শাশুড়িদের প্রচলিত রীতি মেনে জামাইবরণ,পঞ্চব্যঞ্জনে সেজে ওঠে জামাইদের পাত। শুধু যে জামাই আদর তা কিন্তু নয়,জামাইদের মঙ্গল কামনার্থে শাশুড়িরা পূজো দিয়ে থাকেন ষষ্ঠীদেবীর।বীরভূমের বক্রেশ্বরে সকাল হতেই দেখা গেল সেই দৃশ্য। বক্রেশ্বর শিব মন্দির চত্বরে রয়েছে ‘অক্ষয় বটতলা’, যা ‘ষষ্ঠী তলা’ নামে পরিচিত।
প্রতি জামাইষষ্ঠীতে ওই অঞ্চলের প্রত্যেক শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় পুজো দিয়ে থাকেন এই ষষ্ঠী তলায়।সাথে থাকেন মেয়েরা। এমনটাই জানালেন এক স্থানীয় বাসিন্দা। সকল মেয়ে জামাইরা যাতে সুখে থাকে, সুস্থ থাকে সেই কারণে সকাল থেকেই বক্রেশ্বর শিব মন্দির চত্বরে অবস্থিত ষষ্ঠী তলাতে চলছে ষষ্ঠী দেবীর আরাধনা।