অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ২০ জন শিশু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ২৬,মে :: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে টিকটিকি, আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ২০ জন শিশু। শুক্রবার বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার হাটগ্রামের ঘটনা। ‘অসুস্থ’ ঐ শিশুরা বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

সূত্রের খবর, ইন্দপুরের হাটগ্রাম উপরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৬০ জন শিশু ও গর্ভবতী মা খাবার পান। এদিন এক শিশুর মা ঐ কেন্দ্র থেকে খাবার নিয়ে বাড়িতে যান, পরে ঐ খাবারে টিকটিকির সন্ধান মেলে। ঐ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই একের পর এক শিশু ‘অসুস্থ’ হতে থাকে।

বমি ও মাথা ঝিঝিমের উপসর্গ নিয়ে ২০ জন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন বলে জানা গেছে। এই ঘটনায় হাটগ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =