সীমান্তে বেআইনি পানীয় জলের কারখানা, হানা পুলিশ ও ফুড সেফটি দপ্তরের, কারখানা সিল উদ্ধার নামি কোম্পানির লেভেল বোতল।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৬,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের কলবাড়ি এলাকার ঘটনা । বেশ কয়েক বছর ধরে সরদার একোয়া নামকরণ করে বেআইনি জলের কারবারই চলছিল ।

এই খবর উত্তর চব্বিশ পরগনা জেলার ফুড সেফটি দপ্তরে গেলে তাদের নির্দেশে বসিরহাট স্বাস্থ্য জেলার ফুড সেফটি আধিকারিক ডক্টর অপরাজিতা মজুমদার বসিরহাট পুলিশ জেলার পুলিশকে সঙ্গে নিয়ে দশজনের একটি প্রতিনিধি দল আচমকাই হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্তের কলবাড়ি এলাকায়।

সেখানে গিয়ে একদিকে জলের নমুনা সংগ্রহ করে জলে টিডিএস কত শতাংশ আছে সেটাও পরীক্ষা করলেন। অন্যদিকে কোন বিষাক্ত রাসায়নিক জলে মেশাচ্ছে কিনা সেটাও যেমন পরীক্ষা করলেন অন্যদিকে দামি কোম্পানির লেভেল ও বোতল ব্যবহার করে কারবারিরা ব্যবসা চালাচ্ছিল তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ।

ইতিমধ্যে বসিরহাট জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তারা ওই কারখানাটি সিল করেছে। পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।এই পানীয় জল সাধারণ মানুষের খাবারের অযোগ্য । কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =