নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দূর্গাপুর :: শুক্রবার ২৬,মে :: গতকাল প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত শহর দুর্গাপুরের পাশাপাশি খনি অঞ্চলের একাংশ।অন্ডালের উখরা গ্রাম পঞ্চায়েতের অধীন সুভাষ ইনক্লাইন পাড়াতে প্রায় হাজার খানেক মানুষের বসবাস । গতকাল ঝড় বৃষ্টিতে উড়ে গেছে নয় নয় করে প্রায় সাত থেকে আটটি মাটির বাড়ির চাল।
এদের বেশির ভাগ মানুষ দিন আনা দিন খাওয়া পরিবারের। কার্যত এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ক্ষোভে ফুসছে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন। অভিযোগ ভোটের সময় সবাই আসে ভোট চায় প্রতিশ্রুতি দেয় আর ভোট মিটলে কেউ আর ঘুরেও তাকায় না । মেলে বাড়ি মেলার হাজার প্রতিশ্রুতি, কিন্তু বিপদে পড়লে কেউ একটিবারের জন্য পাশে এসেও দাঁড়ায় না।
তৃণমূল পরিচালিত অন্ডালের উখরা পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্যর যুক্তি পঞ্চায়েত তার মতো করে সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যদিও বিরোধীদের অভিযোগ, ঢাক ঢোল পিটিয়ে যে দাবিই করুন না কেন আক্ষরিক অর্থে সব ক্ষেত্রেই ব্যার্থ কি পঞ্চায়েত কি সরকার। মোটের ওপর সব হারিয়ে এখন বেশ বিপদে উখরার এই অঞ্চলের মানুষ* ।