নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ২৮,মে :: শুধুমাত্র ‘ভোট ব্যাঙ্কে’র কথা চিন্তা করে রাজ্য সরকার জোরপূর্বক কুড়মিদের এস.টি করার ষড়যন্ত্র করছে। আমরা বিষয়টি কোন ভাবে মেনে নেবোনা। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বললেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপার্সন বালকরাম সরেন।
বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গায় রাঢ় একাডেমী সভাকক্ষে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলে’র ডাকে ৪০ টি সংগঠনের যৌথ আদিবাসী কনভেনশনে তিনি এই কথা বলেন। একই সঙ্গে তিনি বলেন কুড়মিরা কখনোই আদিবাসী নয়, আদিবাসী সম্প্রদায়ভূক্ত হতে গেলে যে সাংবিধানিক শর্ত পূরণ করতে হয় সেক্ষেত্রেও তারা ব্যর্থ। তারপরেও রাজ্য সরকার তা করতে চলেছে বলে তিনি অভিযোগ করেন।