বাঘের আতঙ্ক মুর্শিদাবাদের ভরতপুরে

রক্তিম সিদ্ধান্ত  :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২৯,মে :: ভরতপুর থানার হামিদপুর বাগেশ্বরি মন্দিরের পাশে একটি জঙ্গলে বাঘের আতঙ্কে চাঞ্চল্যর সৃষ্টি হল রবিবার । গ্ৰামের বাসিন্দারা জানান, গ্রামের এক যুবক জঙ্গলে আম কুড়াতে গিয়ে অদ্ভুত এই জন্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে ।

তারপর গ্রামের বাসিন্দাদের খবর দিলে সকলের নজরেই পড়ে চিতা বাঘের মত এই জন্তুটি। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন । ওই জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায় । বাসিন্দাদের অনেকেরই অভিমত পাশেই রয়েছে বাঘেশ্বরী মন্দির । আর এই বাঘেশ্বরী মন্দিরের সঙ্গে বাঘের সম্পর্ক বহু প্রাচীন আমলের । বাঘের উপর চেপে আসতেন   বাবা ।

বাবার কৃপায় অলৌকিক এই ঘটনা ঘটেছে বলেও যেমন অনেকে দাবী করছে ঠিক একই ভাবেই গ্রামে বাঘ ঢুকেছে বলেও আতঙ্কে রয়েছে গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =