সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: সোমবার ২৯,মে :: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথসভার পর তৃণমূলের পক্ষ থেকে রাস্তা গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করা হলো।শুভেন্দুর পদযাত্রায় গঙ্গাজল ছিটিয়ে সোনারপুর ষ্টেশন রোড শুদ্ধ করলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র।
শুভেন্দু অধিকারীকে পালটা দুর্নীতিবাজ বলে কটাক্ষ লাভলী মৈত্রর। টিভির পর্দায় তাকে তাকে টাকা নিতে রাজ্যের সব মানুষ দেখেছেন বলে পালটা বলেন তিনি। আগামী মঙ্গলবার এই সভার পালটা সভা সোনারপুরে করা হবে বলে জানান তিনি। সোনারপুরে দুর্নীতি নিয়ে যে অভিযোগ শুভেন্দু করেছেন তা অস্বীকার লাভলী মৈত্রর।
বিরোধী দলনেতা হিসেবে তিনি তার ভুমিকা পালন করেন না। তাদের দলের নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠানোর হুমকি দেন। ওনার আগে বিরোধী দলনেতার ভুমিকা সম্পর্কে জানা উচিত বলে জানান তিনি। শুভেন্দুর বিরুদ্ধে ইডি ও সিবিআই এর অভিযান চালানো উচিত বলেও জানান।
পাশাপাশি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তার বক্তব্য আগামী ২৩ সালের নির্বাচনের পর শুভেন্দু থেকে উনি বিন্দুতে পরিনত হবেন। বিধায়িকা লাভলি মৈত্র জানান, রাজ্যের বিরোধী দলনেতা সোনারপুরের মাটিতে এসে সোনারপুরের মাটিতে কলঙ্কিত করেছে। সোনারপুরের মাটি পবিত্র মাটি সেই পবিত্র মাটি কে অশুদ্ধ করেছে।
রাজ্যের বিরোধী দলনেতার সভার শেষের পর তৃণমূলের পক্ষ থেকে শুদ্ধিকরণ করা হচ্ছে। মানুষ তৃণমূলের পাশে রয়েছে আগামী দিনের পঞ্চায়েতে মানুষ বুঝিয়ে দেবে।