পানীয় জলের সমস্যা মেটাতে চায় শিলিগুড়ি পুরো নিগম

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩০,মে :: শহরে ক্রমশই বাড়ছে পানীয় জলের সমস্যা। জলস্তর কমছে , পাশাপাশি বাড়ছে পানীয় জলের কষ্ট। উক্ত সমস্যা চিরতরে সমাধান করতে চায় শিলিগুড়ি পুরনিগম। তাই অন্য কোনো দপ্তরের ওপর ভরসা না করে পানীয় জল সরবরাহের ক্ষেত্রে নিজস্ব ব্যবস্থা গ্রহণ করতে চায় পুরনিগম।

সেই লক্ষ্য নিয়ে সোমবার পুরনিগমের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।বৈঠকে NABCON নামক একটি সংগঠন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দ্বারা বেশ কিছু বিষয় মেয়রের সামনে তুলে ধরেন। কোথায় কি কি প্রযুক্তি প্রয়োজন আছে ? সেই বিষয় তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =