নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: বৃহস্পতিবার ১ ,জুন :: ভাটপাড়া পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিমুন্য তিওয়ারি এবং তার দলবলের বিরুদ্ধে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়কে মারধরের অভিযোগ উঠলো।বুধবার দুপুরে ভাটপাড়া পৌরসভার বোর্ড মিটিং ছিল।
জানা গিয়েছে, সেই মিটিং এর আগেই কাউন্সিলর সত্যেন রায়কে দেখে হঠাৎ তার ওপর হামলা চালায় অপর এক কাউন্সিলর তরুণ সাউ সহ বেশ কয়েকজন।এই মূহুর্তে সত্যেন রায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।যদিও পুরসভার ভিতর মারধরের ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রত্যেক কাউন্সিলর।
অন্যদিকে ঘটনাটা খানিক মেনে নিয়েই পুরসভার ভাইস-চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ঘটনা যখন ঘটেছে তখন আমি ছিলাম না। তবে বোর্ড মিটিংয়ে বিষয়টি এক কাউন্সিলর সবার সামনে তুলে ধরেছে। চেয়ারম্যান বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কাউন্সিলর তরুণ সাহ বলেন, তর্কাতর্কি হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটে নি।
গোষ্ঠীদ্বন্দ্বের কোন ঘটনা নয় এটা।ও নিজের জামা নিজে ছিড়েই মিথ্যে অভিযোগ করছে।
অপর দিকে এদিন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আক্রান্ত কাউন্সিলর কে দেখতে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যান। সেখানে তিনি বলেন যা ঘটেছে সেই সম্পর্কে উচ্চ নেতৃত্ব কে জানানো হয়েছে। নেতৃত্ব ব্যবস্থা না নিলেও আমরা এই বিষয়টা ছেড়ে দেব না