নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২,জুন :: বৃহস্পতিবার বিকালে ঘাঘড়বুড়ী মন্দিরের কাছে নদী পার হতে গিয়ে এক যুবক নদীর জলে ডুবে যায় ঘটনার খবর পেয়ে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান উৎপল সিনহা, সিভিল ডিফেন্সের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করে।
ঘাঘড়বুড়ী মন্দিরের পুরোহিত সুদীপ্ত চক্রবর্তী জানান বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত পরিচয় এক যুবক পিঠে ব্যাগ নিয়ে নদী পার হবার চেষ্টা করে ।স্থানীয় বাসিন্দারা তাকে বারণ করার পর সে পার হতে গিয়ে নদীর জলে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করে সিভিল ডিফেন্সের দপ্তরে খবর দিলে তারা এসে উদ্ধার কার্যে হাত লাগায় ।
কিন্তু সন্ধ্যা হয়ে যাবার জন্য কাজ বন্ধ হয়ে যায় আজ সকালে বরো চেয়ারম্যান উৎপল সিনহাকে খবর দিলে তিনি ডোজার এনে ময়লা পরিস্কার করে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করছেন।
বরো চেয়ারম্যান উৎপল সিনহা জানান বৃহস্পতিবার বিকালে এক অজ্ঞাত পরিচয় যুবক নদী পার হবার সময় জলে পড়ে যায় । অনুমান করা হচ্ছে যুবক বহিরাগত | স্থানীয়রা নদী পার হবার সময় অন্য রাস্তা দিয়ে যাতায়াত করে । আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ডোজার এনে ময়লা পরিস্কার করে মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।