স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শনিবার ৩,জুন :: গতকাল ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের এক যুবক,সঞ্জীব মন্ডল(২২) জয়নগর থানার সরবেড়িয়ার বাসিন্দা, সঞ্জীব মন্ডলের পরিবারের দাবি গতকাল দুপুরে দিনমজুর কাজের জন্য কেরালার উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমন্ডল এক্সপ্রেস ট্রেনের জন্য শালিমার উদ্দেশ্যে রওনা দেয়।
পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তার ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কথা বলতে পারেন নি, প্রশাসনের দ্বারস্থ হয়েছে সঞ্জীব মন্ডলের পরিবার, সঞ্জীব মন্ডল কি পরিস্থিতিতে আছে সেই বিষয়ে চিন্তায় সঞ্জীব মন্ডলের পরিবারের লোকজন।