সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: উস্তি :: শনিবার ৩,জুন :: শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকের সঙ্গে শেষবার কথা বলে উস্তির সরিষা পাড়ার বাসিন্দা বছর একুশে আসিফ গাজী। পরিবারের হাল ধরতে দর্জির কাজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল আসিফ। বেঙ্গালুরু থেকে হামসফর এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিল।
ট্রেনে রাজ্যে ঢোকার কিছু আগে পরিবারের লোকের সাথে শেষ বার কথা বলে আসিফ। মাকে বলে ‘মা আমি বাড়ি আসছি’। কিন্তু উড়িষ্যার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস এর সঙ্গে সংঘর্ষ ঘটে । এই দুর্ঘটনায় মৃত্যু হয় বহু মানুষের। মৃতের তালিকায় নাম রয়েছে আসিফ গাজীরও । এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এসেছে গোটা পরিবারে।
খবর আসার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজনেরা। আসিফের মা বলেন, ট্রেনে শুক্রবার সন্ধ্যায় শেষবারের মতন আমার সঙ্গে কথা বলে আসিফ । তারপর সঙ্গীদের কাছ থেকে ফোনে খবর আসে ট্রেন দুর্ঘটনা ঘটেছে । ছেলে বাড়ি আসবে বলেছিল । তরতাজা ছেলেকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার ।