নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৪,জুন :: পূর্ব বর্ধমানের ১৩ জন শ্রমিক। তারা সকলেই পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামশোর এবং কালুত্তক গ্রামের বাসিন্দা । সকলেই কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এবারেও কয়েকদিন বাড়িতে থাকার পর তারা শুক্রবার কেরালায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিশপ্ত করোমণ্ডল এক্সপ্রেসে।
দুর্ঘটনার পর চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়ে অবশেষে আহত অবস্থায় কোনোভাবে বাড়ি ফেরেন । আহতরা দুটি ভাগে ভাগ হয়ে ভাতারে আসেন। একটি দল একটি গাড়ি ভাড়া করে গ্রামে আসেন। অন্য দলটি বাস ধরে আহত অবস্থাতে শালিমার স্টেশনে আসেন। সেখানে থেকে গ্রামে ।
আহতরা জানান , সাতটা নাগাদ গাড়িতে বসেছিলাম। তীব্র আওয়াজ করে দ্রুতগতির ট্রেন উল্টে যায়। তাদের কামরাটি পালটি খেয়ে যায়। কোনোভাবে জানালা দিয়ে বাইরে বার হন তারা। লাশ ও আহতদের ডিঙিয়ে তারা রাস্তায় পৌছান। সেখান থেকে বালেশ্বরে এসে বাস ধরেন। গ্রামে এক পরিচিতকে ফোন করেন। তিনি গাড়ি ঠিক করায় তারা কোনোক্রমে আহত অবস্থায় বাড়ি আসেন।
ঘটনাস্থলে তারা কোনো রকম সাহায্য পাননি বলে দাবি করেন তারা । গ্রামে ফিরলে তাদের ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান তাদের চিকিৎসা শুরু হয় । একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয় ।।